মুম্বাই, ০৯ জানুয়ারি- বলিউড বক্স অফিসে মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত আমির খান নিজেই নিজের প্রিতিযোগিতা করছেন। তার অভিনীত সিনেমাগুলো একের পর এক আগের সিনেমাগুলোর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। যদিও সুলতান ও বাদশা বিশেষণগুলো অন্য দুই খান, সালমান খান ও শাহরুখ খানের কিন্তু বক্স অফিসের সকল রেকর্ড ৫১ বছর বয়সি আমির খানের দখলেই। বক্স অফিসের বাণিজ্য বিশ্লেষণে দেখা যায় আমিরের ২০১৪ সালে মুক্তি পাওয়া পিকে ছবির রেকর্ড ছিল ৩৪০ কোটি টাকা। বক্স অফিসে লগ বইয়ে এই রেকর্ড ভেঙে গত ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া দঙ্গল এপর্যন্ত সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। ২০০৮ সালে আমিরের গাজনির রেকর্ড ছিল ১০০ কোটি। ২০০৯ রাজকুমার হিরানীর থ্রি ইডিয়টর রেকর্ড ছিল ২০০ কোটি। শুধু ভারতে দঙ্গল-এর আয়ের পরিমাণ ৩২০ কোটি ১৬ লাখ রুপি। হিন্দি, তামিল ও তেলেগু সংঙ্করণ মিলিয়ে আয় হয়েছে ৪৪৮ কোটি ২২ লাখ রুপি। অন্যান্য দেশ থেকে এসেছে ১৬৬ কোটি ৫ লাখ রুপি। সব মিলিয়ে লাভের অঙ্কটা ৬১৪ কোটি ২৭ লাখ রুপি। বক্স অফিসে এর লভ্যাংশের পরিমাণ শতকরা ২৫৬ ভাগ! পিকে ও বজরাঙ্গি ভাইজানর পর আমিরের এই ছবিটি এত দ্রুত রেকর্ড গড়লো। সূত্র: এনডিটিভি আর/১৭:১৪/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i5Mwoc
January 10, 2017 at 12:48AM
09 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top