মৌলভীবাজারে বিজয় মেলায় সন্ত্রাসী হামলা, গুরুতর আহত-১

মৌলভীবাজারে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যনারে মাস ব্যাপি আয়োজিত বিজয় মেলায় মেলা কমিঠির লোকজনের সামনেই সন্ত্রাসী কায়দায় মেলার ব্যবসায়ী মুমিন মিয়া ( ২০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারী) রাত্র ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে এবং গুরুতর আহত মুমিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হামপাতালে ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে- কফি হাউসের ব্যবসায়ী মুমিন মিয়ার সাথে মোটরবাইকে বসা নিয়ে শাহান নামীয় এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। এ সময় শাহান এর সাথে থাকা ১০/১২জন লোকজনসহ তাদের হাতে থাকা দা ও চাকু দিয়ে মুমিন মিয়াকে রক্তাক্ত আহত করে ঘটনাস্থল ত্যাগ করলে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক থাকায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মেলা কমিঠির পরিচালক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শেখ আনসার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- গতকাল রাতে একদল বহিরাগত সন্ত্রাসীরা এসে মুমিন কফি হাউসের ব্যবসায়ী মুমিন মিয়াকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আমরা সাথে সাথে বিষয়টি পুলিশকে অবহিত করেছি। উল্লেখ- কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে গত ১০ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ব্যানারে মাস ব্যাপি মেলার আয়োজন করে। এদিকে আজ দুপুর ১টায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন জানান- বিজয় মেলায় মারামারির ঘঠনাটি মেলা কমিঠির পক্ষ থেকে এখনও জানানো হয়নি। পুলিশ আহত ব্যক্তির মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে এখনও কোন মামলা হয়নি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jqnpIT

January 10, 2017 at 08:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top