ঢাকা, ০৮ জানুয়ারি- আগামী ১২ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়ারল্যান্ড সিরিজ ও সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে বাজে পারফরম্যান্সের কারণে ছিটকে গেছেন তিনি। সর্বশেষ নয় ম্যাচে শুকতারার ব্যাট থেকে আসে মাত্র ৪৪ রান। এদিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে শামিমা সুলতানার জায়গায় দলে ঢুকেছেন নুজহাত তাসনিয়া টুম্পা। এছাড়াও দলে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া টপঅর্ডার ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী ১২ জানুয়ারি। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলো খেলাই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ নারী দল: রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মন্ডল ও নুজহাত তাসনিয়া টুম্পা।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jqMsQo
January 09, 2017 at 02:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন