প্যারিস, ০৮ জানুয়ারি- মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান গত ১ অক্টোবর প্যারিসের একটি হোটেলে বন্দুকের মুখে জিম্মি হন। পুলিশ কর্মকর্তাদের বেশে বন্দুকধারীরা হোটেলে ঢুকে তাকে জিম্মি করে। এই ঘটনার পর দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি কিম। এমনকি এই প্রসঙ্গে কোন কথাও বলেননি গণমাধ্যমে। এবার প্যারিসে সংঘটিত ডাকাতির হামলার ব্যাপারে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন কিম। কিমের রিয়েলিটি শো কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান এর আগামী পর্বে এই প্রসঙ্গে আলাপ করবেন কিম। সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রোমো দেখানো হচ্ছে টিভিতে। সেখানেই দেখা গেল, প্যারিসে বন্দুকধারীদের মুখে জিম্মি অবস্থার ব্যাপারে কথা বলবেন কিম। প্রোমোতে কিমকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, তারা আমাকে পেছন থেকে গুলি করতে উদ্যত হয়েছিল। বাঁচার কোন পথ খোলা ছিল না। আমি যখনই এই প্রসঙ্গে ভাবি, আমি খুব বিষন্ন বোধ করি। অনুষ্ঠানে কিম তার স্বামী কাইনি ওয়েস্টের মানসিক ভাঙনের ব্যাপারেও কথা বলবেন। কিম বলেন, আমাকে ভয় পেও না। আমার মনে হয় তাকে আমাকে একান্ত প্রয়োজন। আমি তাকে বাড়িতে নিয়ে আসতে চাই। আমরা অনেক কাছের মানুষ। আমরা একে অপরের দুঃখ কষ্ট বেশ ভালো বুঝতে পারি। উল্লেখ্য, গত ১ অক্টোবর প্যারিসে ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসে অবস্থান করছিলেন কিম। মা, বোন ছাড়াও তার সফরসঙ্গী ছিলেন তিন বছরের মেয়ে নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট। মুখোশধারী দুই সশস্ত্র ব্যক্তি হোটেলের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iRDcl9
January 09, 2017 at 02:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন