নয়াদিল্লী, ০৮ জানুয়ারি- বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ১৬ বছরের মধ্যে একবারের জন্যও নিজেদের মাঠে আমন্ত্রণ জানায়নি ভারত। ভারতের বিপক্ষে আটটি টেস্টই ঘরের মাঠে খেলেছে বাংলাদেশ। অবশেষে একটি টেস্ট খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। যে ম্যাচটি চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মাস খানেক বাকি থাকতে এই ম্যাচ আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। বাংলাদেশ-ভারত টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ করার ব্যাপারটি ইতোমধ্যেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, এই টেস্ট ম্যাচ আয়োজন করার মতো পর্যাপ্ত অর্থ না থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বছরের মাঝামাঝি সময়েই এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথমে কলকাতার ইডেন গার্ডেন্সে। সময় বদলানোর পাশাপাশি বদলানো হয় ভেন্যুও। পরে জানানো হয় ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু হায়দরাবাদের এমন সিদ্ধান্তের পর নতুন করে সংশয় দেখা দিয়েছে। তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশেনের সচিব কে জন মনোজ ভারতের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচটি আয়োজন করা থেকে আমাদের ফেরার কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আমরা কয়েকদিন আগে ফান্ড চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছি। টেস্ট ম্যাচটি আয়োজন করার প্রস্তুতি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i2Ykri
January 09, 2017 at 02:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন