শিবগঞ্জে নদীতে বাধ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিল-ভাতিয়া হতে কানসাট ফাঁসিতলা শাখা নদী (দাঁড়া)র পানি সেচের মাধ্যমে মাছ নিধন বন্ধের দাবিতে শনিবার মানববন্ধন করেছে মোবারকপুর ও দাইপুখুরিয়া এলাকাবাসি।
দুপুরে মোবারকপুর ও দাইপুখুরিয়া ইউনিয়নের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন দাইপুখুরিয়া ইউনিয়ন শাখা মানবাধিকার সংস্থার সদস্য কুল্লুর রহমান, তাজামুল হক, কুলসুম বেগম, মোবারকপুর ইউনিয়নের বাবুল হোসেন, আনেম আলী মন্ডল, সেতারা বেগম। এ সময় দুই ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
 সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই দাঁড়া দিয়ে পানি প্রবাহিত হয়ে আসছে। ফলে বিল-ভাতিয়া হতে কানসাট ফাঁসিতলা পর্যন্ত এর আশেপাশের এলাকাবাসি এই দাঁড়ার পানি পরিবারের বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে।
কিন্তু গত ২০ ডিসেম্বর হতে অধ্যবদি মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামের শফিকুল ইসলাম, একই এলাকার মুকলেশ আলী, ধুমারী নগর দিং আড়গাড়ার তাজামুল হক, জেনারুল ইসলাম, আবদুল মান্নানসহ বেশ কয়েকজন এই দাঁড়ার মাঝামাঝিতে মাটি ভরাট করে বাঁধ সৃষ্টি করে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করে সমস্ত মাছ ধরতে মরিয়া হয়ে উঠেছে।
বক্তারা আরো বলেন, শুধু পরিবারের সমস্যা নয় এটি। এটি দেশেরও বড় সমস্যা। কারণ, পানি সেচ করে সমস্ত মাছ নিধন করছে তারা। আমরা এ মাছ ধরা বন্ধের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ইতিপূর্বে দাঁড়াতে মাটি ভরাট করে বাঁধ সৃষ্টির মাধ্যমে শ্যালো মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৭-০১-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2i44JkA

January 07, 2017 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top