ড্রোন বানাল দশম শ্রেণির ছাত্র

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আমেদাবাদঃ গুজরাট ভাইব্র্যান্ট সম্মেলনে তাবড় শিল্পপতিদের ভিড়ে আচমকাই চমকে দিল এক দশম শ্রেণির ছাত্র। ১৪ বছরের হর্ষবর্ধন জোয়ালা তৈরি করে ফেলেছে অত্যাধুনিক ড্রোন!

জানা গিয়েছে, তিনধরনের ড্রোন বানাতে তার খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা। এর মধ্যে ২ লক্ষ টাকা সে পেয়েছে পরিবারের কাছ থেকে। বাকি টাকা তাকে দিয়েছে গুজরাট সরকার। ২১ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ড্রোনটিতে। যার সাহায্যে হাই রেজোলিউশন ছবি তোলা যাবে। পাশপাশি রয়েছে ইনফ্রারেড, আরজিবি সেন্সরও। আপাতত গুজরাট সরকারের সঙ্গে তার চুক্তি হয়েছে ৫ কোটি টাকার। এই ড্রোনের সাহায্যে যুদ্ধক্ষেত্রে ল্যান্ডমাইন শনাক্ত করা যাবে।

হর্ষবর্ধন জানিয়েছে, মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে বহু সৈনিক আহত হন। এই ঘটনাই তাকে উদ্‌বুদ্ধ করেছিল চ্যালেঞ্জটা নিতে। গতবছরই শুরু হয়েছিল ড্রোন তৈরির চেষ্টা। আর দেখতে দেখতেই এল সাফল্য। আপাতত তার আবিষ্কারে সম্মোহিত গোটা দেশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2jPF3u4

January 14, 2017 at 05:54PM
14 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top