ওয়েলিংটন, ১৪ জানুয়ারি- ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম থাকলে বাংলাদেশ ওভাবে হারতে না বলে মনে করেন রস টেইলর। টেইলরও ওই সিরিজ দুটিতে ছিলেন না। টেস্টে ফিরেছেন। তৃতীয় দিনের খেলা শেষ বলছেন, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ফল যেমনটা দেখা যায় তার চেয়ে কাছাকাছি ছিল বিষয়টা। তারা মুশফিককে ওখানে পায়নি। সে মিডল অর্ডারে তার ক্লাস দেখিয়েছে। ওদের দলটা ওর ওপর খুব নির্ভর করে। ওই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ওরকম পরিস্থিতিতে সে যদি ব্যাট করতো তাহলে গল্পটা ভিন্ন হতে পারতো। মত টেইলরের। মুশফিক প্রথম টেস্টে মাঠে নেমে ১৫৯ রান করেন। ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসানের সাথে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়েছেন। তাদরে ওপর ভর করে ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। তৃতীয় দিন শেষে ফলোঅন এড়াতেও ১০৪ রান দরকার স্বাগতিকদের। হাতে ৭ উইকেট। টেইলর শুধু মুশফিকেরই নয়। সাকিব এবং মিরাজেরও প্রশংসা করেন, সাকিব অনেক দিন ধরেই বিশ্বমানের একজন। ওই তরুণ স্পিনার (মেহেদী হাসান মিরাজ) ভালো করেছে। বল হাতে ও আজ (শনিবার) ওপেন করবে আশা করিনি। টেলর বলে গেলেন, এখানে বল করা সহজ কাজ না। বেশির ভাগ বোলারের চেয়ে ওর রানরেট ভালো। বাংলাদেশের ক্রিকেটে সবকিছু ভালোই ঘটছে। তাদের ফাস্ট বোলাররা নিশ্চয়ই এই কন্ডিশনে বল করাটা উপভোগ করেছে। দেশের বাইরে যতো বেশি খেলবে ততো বেশি ভালো করবে ওরা। আর/১৭:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2inCkrz
January 14, 2017 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top