কলকাতা, ০৪ জানুয়ারি- ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার খবরে এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আদালতের রায়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে অনুরাগ ঠাকুর ও সচিব পদ থেকে অজয় শিরকে-কে বহিষ্কার করা হয়। এরপর থেকে যে কজনের নাম আসছে তাতে সৌরভও রয়েছে। এমনকি ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কারও তার পক্ষে কথা বলেছেন মিডিয়ায়। এরমধ্যে মঙ্গলবার রাতে এ বিষয়ে মুখ খুলেন সৌরভ নিজেই। তিনি বলেন, আমার নাম অপ্রত্যাশিতভাবে আসছে। আমি এ পদের জন্যে যোগ্য নই। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে আমি মাত্র একবছর পার করেছি। আরও দুই বছর আমার মেয়াদ আছে। আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেই। ১৯৯৯-২০০০ সালে ভারতের অধিনায়ক হয়ে দলকে নতুন উচ্চতায় নেন সৌরভ। যা স্মরণ করে গাভাস্কার তাকেই যোগ্য প্রেসিডেন্ট হিসেবে দেখছেন বলে এনডিটিভিকে জানিয়েছিলেন। কিন্তু গাঙ্গুলির এক মন্তব্যে যেনো সব ভেস্তে গেলো। বোর্ডের প্রেসিডেন্ট অপসারণের পর পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে ভারতের সুপ্রিমকোর্ট। তারা হলেন, দেশের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়াম।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hQzucE
January 04, 2017 at 04:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top