ঢাকা, ১১ জানুয়ারি- প্রথম বারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। আসন্ন এ সিরিজে শুধু মাত্র একটি টেস্টই খেলবে দুই দল। আর এ ম্যাচ আয়োজন নিয়ে বেঁধেছে নানা জটিলতা। মূলত দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সামিল দেওয়ার খেসারত দিতে হতে পারে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। যার সুফল পেতে পারে সিএবি। আর এ কারনে কমাত্র টেস্টটি হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। ভারতীয় বোর্ড সূত্রের খবর ৮-১২ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য স্ট্যান্ড-বাই রাখা হয়েছে ইডেন গার্ডেনকে। মূলত ভারতে মাটিতে প্রথম ভারত-বাংলাদেশ টেস্টটি হওয়ার কথা হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কিন্তু অর্থের অভাবে এই টেস্ট আয়োজন করতে পারবে না বলে বিসিসিআইকে জানিয়ে দেয় এইচসিএ। নারায়ণস্বামী শ্রীনিবাসনের নেতৃত্বে বোর্ডের বাতিল কর্মকর্তাদের সভার পরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে সিএবি সুত্রে ভারত-বাংলাদেশ টেস্ট আয়োজনের ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। এমনটা হলে অক্টোবরের পর ফেরে ইডেনে বসবে টেস্টের আসর। লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে গিয়ে সুপ্রিম কোর্টে ম্যাচ পরিচালনার খরচ বেঁধে দেয়। ফলে আর্থিক সমস্যায় পড়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি। যারই ফলশ্রুতি হিসেবে ভারত-বাংলাদেশ টেস্ট আয়োজন থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। লোধা কমিটির সুপারিশ মেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কারে রায় দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্বাসিত করেন বোর্ড প্রেসিটেন্ট অনুরাগ ঠাকুর ও সেক্রেটারি অজয় শিরকে৷ বোর্ড চালনার জন্য পর্যবেক্ষক ঠিক করবে ১৯ জানুয়ারি। ততদিন পর্যন্ত বোর্ডের কাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বোর্ডের সবচেয়ে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অথবা জয়েন্ট সেক্রেটারিকে। কিন্তু তারাও লোধা কমিটির সুপারিশে বাতিলের খাতায়। শেষ পর্যন্ত কমিটির প্রধান আরএম লোধার নির্দেশে বোর্ড চালনার দায়িত্ব দেওয়া হয় বোর্ডের মাইনে করা সিইও রাহুল জহুরিকে। আর/১০:১৪/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j0NGOY
January 11, 2017 at 11:31PM
11 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top