ঢাকা, ২৯ জানুয়ারি- চলতি বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কয়দিন আগে দেড় মাসের নিউজিল্যান্ড সফর শেষ করে এসেছে টাইগাররা। আবার ২ ফ্রেবুয়ারী ভারতে যাবে ঐতিহাসিক টেস্ট খেলতে। ভারত সফরে একমাত্র টেস্ট ম্যাচ খেলেই দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে মার্চে শ্রীলংকা সফরে যাবে মাশরাফি-মুশফিকরা। আর এ সফররে পূর্ণাঙ্গ সময় সূচি ঘোষনা হবে আগামীকাল সোমবার। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে নিজাম উদ্দিন বলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তাদের এবং আমাদের ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট সূচি ঠিক করার ব্যাপারে কাজ করছে। চূড়ান্ত সফরসূচি বিসিবির প্রধান নির্বাহী বললেন, আমরা আশা করছি আগামি দুই একদিনের মধ্যে সফরসূচি চূড়ান্ত করতে পারবো। আমার যেটা ধারণা সোমবারের মধ্যে আমরা সফরের সূচি জানাতে পারবো। আর/১৭:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kBat4o
January 29, 2017 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top