উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাঙালিবাজনাঃ নতুন জেলা আলিপুরদুয়ারের প্রথম মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় অব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মাদ্রাসার শিক্ষকরা। রবিবার রাঙালিবাজনা মোহনমিং হাইস্কুল ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতায় ৬০ টি ইভেন্টে ১৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের পর দু ঘন্টা কেটে গেলেও শুরু হয়নি অনুষ্ঠান। অব্যবস্থা দেখে জেলা পরিদর্শক তপন সিনহা, মাদারিহাটের ব্লক ত্রান আধিকারিক শুভ সাহা, জয়েন্ট বিডিও অভিজিত রায়কে ঘিরে বিক্ষোভ দেখান মাদ্রাসার শিক্ষকরা। তাঁদের অভিযোগ, অবহেলিত হচ্ছে মাদ্রাসা। এরজন্য দায়ী ব্লক প্রশাসন।
এই প্রসঙ্গে মাদারিহাটের বিডিও রাজীব দাশগুপ্ত বলেন, খেলার আয়োজন ও পরিচালনা করেছে জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও মাদ্রাসা শিক্ষা সংসদ। প্রয়োজনের তুলনায় টাকা কম মঞ্জুর হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া জেলা বিদ্যালয় পরিদর্শক তপন সিনহা জানান, কিছু সমস্যার জন্য খেলা শুরু হতে সময় লেগেছিল।
from Uttarbanga Sambad http://ift.tt/2kB1dNC
January 29, 2017 at 05:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন