নিজস্ব প্রতিবেদক ● লাকসাম স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার নামে অনুমতি বিহীন অবৈধভাবে লটারীর টিকেট বিক্রির দায়ে শনিবার রাতে র্যাব অভিযান চালিয়ে ১২ নারী কর্মীসহ এক যুবককে আটক করেছে।
ওই রাতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে র্যাব মেলায় র্যাফেল ড্র’য়ের নামে জুয়ার অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং জুয়ার মঞ্চ থেকে মটরসাইকেল, টেলিভিশন, টিকেট বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। ওইসময় মেলায় অবৈধভাবে লটারীর টিকেট বিক্রিকালে এক যুবক ও ১২ নারী কর্মীকে আটক করেছে র্যাব। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইশত টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মেলায় সংশ্লিষ্ট কর্মকর্তারা পালিয়ে যায়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি বাবুল আখতারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা অনুমতি বিহীন অবৈধভাবে লটারীর টিকেট বিক্রির দায়ে লাকসাম স্টেডিয়াম থেকে পৌরএলাকার নশরতপুর গ্রামের শিখা বেগম (২৩), কুসুম বেগম (২৬), কামরুন্নাহার (২৫), আমেনা (১৯), শিউলি (২৩) মিশ্রি গ্রামের পারভিন (১৯), হাজেরা (২২), আফরোজা (২৫), পেয়ারাপুর গ্রামের শিরিন (২৪), জংশন এলাকার তাজ নাহার (২৩), বিপাশা (২৩), কামড্ডা গ্রামের খাদিজা (২০), এবং বাসতলি গ্রামের আবু জর (২২), কে ১৯৬৭ সনের জুয়া আইনের ৩ ধারায় প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ভ্রাম্যমান আদালত তিনটি মটরসাইকেল, এলজি টেলিভিশন, রাইচ কুকার, পানির ফিল্টার, প্রেসার কুকার মোবাইল সেট, ক্যামেরা, প্রজেক্টর, ট্রাক, হটপট, আয়রন মেশিন, সুপ সেট, জগ, ইপিএস চার্জার যার আনুমানিক মূল্য তিন লাখ ৪৪হাজার ৮শ টাকার মালামাল জব্দ করেছে।
এ ব্যাপারে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, বাণিজ্য মেলায় র্যাব অভিযান চালানোর কথা জানালে পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।
The post লাকসামে মেলায় র্যাবের অভিযান; নারী কর্মীসহ আটক ১৩ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jKgScI
January 29, 2017 at 05:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন