লাকসামে ইউনিটি ট্রমা হসপিটালে ভুয়া ডাক্তার

নিজস্ব প্রতিবেদক ● লাকসাম ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে কর্মরত এক ভুয়া ডাক্তারকে আটক করে কান ধরে উঠবস করিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে, লাকসাম দক্ষিণ বাইপাস গরুবাজার সংলগ্ন এলাকায়।

জানা গেছে, লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে কর্মরত ছিলেন ভুয়া ডাক্তার রবিউল হাসান। তিনি ওই হসপিটালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান ও ডাঃ বেলায়েত হোসেন ওই ভুয়া চিকিৎসকের কাগজপত্র যাচাইয়ের জন্য ওই হসপিটালে যান।

এ সময় কাগজপত্র না দেখিয়ে রবিউল হোসেন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণ তাকে আটক করে কান ধরে উঠবস করায়।

ট্রমা হসপিটালের এক কর্মকর্তা জানান, ১৫ দিন থেকে রবিউল হোসেন কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে হসপিটাল থেকে বের করে দেয়া হয়েছে।

অপরদিকে, অভিযুক্ত ভুয়া ডাক্তারের কর্মস্থল ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, অপারেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সাথে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে।

ইউনিটি ট্রমা হসপিটালের কর্ণধার-প্রধান চিকিৎসক ও চেয়ারম্যানের ছেলে ডাঃ শাহেদ আনোয়ার ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ডাক্তারকে আমরা হসপিটাল থেকে বের করে দিয়েছি।

এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, ভুয়া ডাক্তারদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনসাধারণের চিকিৎসার ব্যাপারে কোন ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না।

The post লাকসামে ইউনিটি ট্রমা হসপিটালে ভুয়া ডাক্তার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kLDxq2

January 31, 2017 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top