লিওনার্দো ডিক্যাপ্রিও’র ”দ্য ব্ল্যাক হ্যান্ড”

nnলিওনার্দো ডিক্যাপ্রিও নিজের প্রযোজনায় নিয়ে আসছেন ‘দ্য ব্ল্যাক হ্যান্ড’। মার্কিন লেখক স্টিফেন টাল্টির সত্য ঘটনা নিয়ে লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি।

বিংশ শতাব্দীর প্রথম দিকে নিউইয়র্ক শহরে অপরাধ বেড়ে গিয়েছিল। ইতালি থেকে আমেরিকা আসা একদল অপরাধী অনেককে অপহরণ করে তাদের পরিবার থেকে টাকা আদায় করছিল। এই অপরাধী চক্রকে দমন করতে এগিয়ে আসেন জো পেট্রোসিনো নামের এক গোয়েন্দা। তিনি নিজেও ইতালীয় বংশোদ্ভূত ছিলেন।

এই অপরাধ দমনের পর জো পেট্রোসিনোকে ‘ইতালীয় শার্লক হোমস’ ডাকা হতো। তার গোয়েন্দাগিরির অভিযান বর্ণনা করা হয় স্টিফেন টাল্টির উপন্যাস দ্য ব্ল্যাক হ্যান্ড-এ। আর এখন তার চরিত্রেই ডিক্যাপ্রিওকে দেখা যাবে আগামী ছবিতে। ছবিটি প্রযোজনাও করছেন তিনি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ksdvKt

February 08, 2017 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top