আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের মসুল বিমানবন্দর পুনর্দখলে লড়াই চালাচ্ছে ইরাকি বাহিনী। এরই মধ্যে আইএসের আক্রমণে রানওয়ের বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।
ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিভিশনে বলেন, বিমানবন্দর এবং আল গাজলানি দখলে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির কাউন্টার টেররিজম সার্ভিসের (সিটিএস) মুখপাত্র সাবাহ আল নোমান বলেন, মসুল বিমানবন্দরে সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। পূর্ণ নিয়ন্ত্রণে নিতে এখন সময়ের ব্যাপার মাত্র।
গত মাসে ইরাকি বাহিনী মসুলের পূর্বাংশ দখল করেছে। এবার পশ্চিমাংশ পুনর্দখলে নিতে গত রোববার আইএসের বিরুদ্ধে লড়াই শরু করেছে ইরাকি বাহিনী।
এর আগে ইরাকি বাহিনী এ অভিযান সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2maHCrN
February 23, 2017 at 03:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন