বিমানবন্দরে আটকে দেবার কয়েক ঘণ্টা পরে, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে ফের বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
শফিক রেহমান দুপুরে বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুপুর ১টার দিকে তাকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই।
টার্কিশ এয়ারলাইন্সের আগামীকাল সকালের ফ্লাইটে শফিক রেহমান যেতে চান বলে জানিয়েছেন।
“আগামীকাল একই সময়ে আমি বিমানবন্দরে যাব, দেখি, যেতে পারি কিনা!”
শফিক রেহমান বলছেন, তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে যেতে চান।
“আমি কোনো কনফারেন্স বা মিটিং এ যাচ্ছি না, আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭ ফেব্রুয়ারি, এখন তার পাশে থাকা দরকার আমার। এটা একটা মানবিক কারণ।”
শফিক রেহমান জানিয়েছেন, তার বিদেশে যেতে কর্তৃপক্ষের কোনো বাধা নেই।
এছাড়া গ্রেপ্তারের পর আটক করা তার পাসপোর্টটিও কর্তৃপক্ষ তিনদিন আগে ফেরত দিয়েছে।
প্রয়োজনীয় সমস্ত অনুমতিও তার রয়েছে বলে জানিয়েছেন শফিক রেহমান।
এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
আজ সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডনে যাবার কথা ছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lbLu7H
February 23, 2017 at 03:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.