বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায় : ওয়ার্কার্স পার্টি

gffবিএনপি ও তাদের কথিত ২০ দল সম্পূর্ণ অনাবশ্যকভাবে নতুন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

আজ বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা একথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রপতি অত্যন্ত সচ্ছতার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে নতুন নির্বাচন কমিশনকে তাদের কাজ দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে।

তারা বলেন, এই নির্বাচন কমিশনে নির্বাচন সম্পর্কে যে সব অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে নির্বাচন কমিশনকে সমৃদ্ধ করতে পারবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল, সরকার ও প্রশাসনকে স্বাধীন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতাও করতে হবে। আমরা আশা করি নির্বাচন কমিশন যথাযোগ্যভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kltwzc

February 08, 2017 at 05:50PM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top