রোমাঞ্চকর কাইট সার্ফিংয়ে ওবামা

ggggযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এখন অবসর কাটাচ্ছেন। মার্কিন মুলুকের প্রেসিডেন্টের দায়িত্ব তুলে দিয়েছেন উত্তরসুরির হাতে। আর এই অবসর সময় কাটাচ্ছেন পুরোই নিজের মতো করে। ইংলিশ ব্যবসায়ী স্যার রিচার্ড চার্লেস নিকোলাস বার্নসনের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দারুণ অবসর উপভোগ করলেন ওবামা।

সম্প্রতি ওবামা ও নিকোলাসের সমুদ্রে কাইট সার্ফিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

স্যার রিচার্ড নিকোলাস ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা। নিকোলাস নিজের ব্লগে ওবামা ও তার বন্ধুত্বে কথা স্মরণ করে লিখেছেন, ‘ওবামা সমুদ্রে কাইট সার্ফিং করতে খুবই ভালোবাসেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন নিরাপত্তার কারণে সেই শখ পূরণ করতে পারছিলেন না।’

তিনি আরও লিখেছেন, গত আট বছরের মধ্যে এবার যখন ওবামা ঘুরতে এসেছে তাকে দেখে মনে হয়েছে সে অনেক বেশি চিন্তামুক্ত।নিকোলাস ও ওবামা পালা করে ভার্জিন দ্বীপের বুকে ঘুড়ি উড়িয়েছেন। নিকোলাস আরও লেখেন, আমার কাইটবোর্ডে করে ওবামা একশ মিটার ঘুরে এসেছেন। আমি এতে খুব খুশি।

ওবামাও নাকি নিকোলাসকে কাইট সার্ফিংয়ের ক্ষেত্রে নিজের প্রশিক্ষক বলে উল্লেখ করেছেন



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ljRXkL

February 08, 2017 at 05:47PM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top