উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ফালাকাটাঃ এনবিএসটিসি-র চরম গাফিলতিতে শনিবার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৪৫ জন যাত্রী। বাসটি শিলিগুড়ি ডিপো থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসটির ডান দিকের পেছনের দুটি চাকার চারদিকে ১০টি নাটের মধ্যে ৫টিই ছিল আলগা। বাকী ৫টি নাটের অর্ধেক খুলে আলগা হয়ে কোনোক্রমে লেগে ছিল। ওই অবস্থায় প্রাণ হাতে নিয়ে ফালাকাটায় আসে ডব্লিউবি ৯৭৮৭ নম্বরের বাসটি। তবে টের পায়নি কেউ। ফালাকাটার এনবিএসটিসি বাস স্ট্যন্ডে এক ব্যক্তি তার স্ত্রীকে তুলে দেন ওই বাসে। তিনিই লক্ষ্য করেন নাটগুলি খোলা। পেছনের ওই চাকাও দুলছিল অস্বাভাবিকভাবে। তিনি বাইকে ছুটে এসে বিষয়টি চালককে জানান। এমন ঘটনা জেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। পরে চালক বাসটি ফালাকাটা স্ট্যান্ডে যাত্রীদের আলিপুরদুয়ারগামী নিগমের অন্য বাসে তুলে দেন। গোটা ঘটনায় সুরক্ষা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বাস চালক রথীন প্রামানিক ও কন্ডাক্টর ফিরদৌস আলি বলেন,‘শিলিগুড়ি ডিপো থেকে গাড়ি র্যাম্পে তুলে মেকানিক্যাল পরীক্ষার পরই তা রুটে পাঠানো হয়। এব্যাপারে তাদের কোন গাফিলতি নেই। তবে এমন ঘটনায় যে ভয়াবহ দুঘর্টনা ঘটতে পারত তা স্বীকার করে নিয়েছেন গাড়ির চালক।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ltJtqn
February 18, 2017 at 05:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.