আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ব্যক্তি স্কট প্রুইটকে এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির দায়িত্ব দিয়েছেন। এ লক্ষ্যে শপথও নিয়েছেন তিনি। তবে প্রুইটকে দায়িত্ব থেকে দূরে রাখতে ডেমোক্রেট শিবির বেশ চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ব্যর্থ হল তারা। খবর বিবিসির।
প্রুইটের বিরুদ্ধে জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে মাখামাখির অভিযোগ রয়েছে। আর তাই তাকে পরিবেশ রক্ষার দায়িত্ব থেকে দূরে রাখার দাবি উঠেছিল।
সম্প্রতি একটি তেল কোম্পানির সঙ্গে ই-মেইল কেলেংকারিতে ফেঁসে যান প্রুইট। পরে অবশ্য তাকে আদালত মুক্তি দেন। তবে এই ই-মেইলের সূত্র ধরে তিনি তেল-গ্যাস ও অন্যান্য জ্বালানী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক বলে অভিযোগ উঠে।
ডেমোক্রেট শিবিরের দাবি ছিল, শপথের পূর্বে তার ই-মেইল অ্যাকাউন্ট যেন তদন্ত করে দেখা হয়। তবে এ দাবিকে নাকচ করে ৫২-৪৬ ভোটে প্রুইটকে শপথ নেয়ার অনুমোদন দেয় সিনেট। ৪৮ বছর বয়সী প্রুইটও তার ই-মেইল তদন্তের জন্য হস্তান্তরে রাজি নন।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2m7Dnt5
February 18, 2017 at 05:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.