আচমকা ইস্তফা অ্যাডভোকেট জেনারেলের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল জয়ন্ত মিত্র। অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরাল লক্ষ্মী গুপ্তেরও ইস্তফা দেওয়ার কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে তাঁদের পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বর মাসে অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জির পদত্যাগের পর গত আইনজীবী জয়ন্ত মিত্র এই পদের দায়িত্ব নেন। রাজ্য সরকারের সঙ্গে মতানৈকের কারণেই ইস্তফা দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট জেনেরাল জয়ন্ত মিত্র। আচমকা এই ইস্তফাতে প্রশ্ন ওঠছে বিভিন্ন মহলে ও বিক্ষোভ দেখায় রাজনৈতিক দলগুলি।

নতুন অ্যাডভোকেট জেনেরাল হিসেবে শোনা যাচ্ছে আইনজীবী কিশোর দত্তের নাম।



from Uttarbanga Sambad http://ift.tt/2kmJNqe

February 07, 2017 at 06:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top