আকাশ পথে বাঘ আসছে বক্সায়!

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ময়নাগুড়িঃ এবার হেলিকপ্টারে ভ্রমণ করতে চলেছে বাঘ।

সোমবার ময়নাগুড়িতে মনীষী পঞ্চানন বর্মার একটি মূর্তি উন্মোচন করতে এসেছিলেন বনমন্ত্রী। এদিন এক কথা প্রসঙ্গে তিনি জানান, প্রথম পর্যায়ে ছয়টি বাঘকে আনা হবে। এজন্য অসম সরকার কোনরূপ টাকাও নেবে না। বাঘগুলিকে হেলিকপ্টারে করে আনা হবে। সেখান থেকে ২৪ কিমি. সড়ক পথে নিয়ে যাওয়া হবে বক্সার জঙ্গলে। সেখান থেকে পাঁচ থেকে ছয়দিন এনক্লোজারে রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাদের গতিবিধি নজরে রাখাতে ‘রেডিও কলার’ পড়ানো হবে। আগামী চার মাসের মধ্যেই এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে বলে আশাপ্রকাশ করেন বনমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ আগে নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের সন্ধান পাওয়ার পর উচ্ছাসিত হয়ে পড়ে বনদপ্তর। সেসময় বনমন্ত্রী জানিয়েছিলেন, নেওড়াভ্যালির পাশাপাশি বক্সার জঙ্গলে বাঘেদের থাকার উপযুক্ত পরিকাঠামো রয়েছে। পার্শ্ববর্তী অসম রাজ্যে প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এই রাজ্যের বনদপ্তর তাদের বাঘ আনার অনুমতি দিয়েছে তাই তারা অসম রাজ্য থেকে বাঘ এনে বক্সায় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2lbLN58

February 13, 2017 at 09:18PM
13 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top