বিপিএম পদক পাওয়ায় পুলিশ সুপারকে বণিক সমিতির সংবর্ধণা

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখা ও সাহসিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিপিএম পদক পাওয়ায় সোমবার চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলামকে সংবর্ধণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বাণিক সমিতি।
দুপুরে বণিক সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সামিউল হক লিটন, বণিক সমিতির পরিচালক আব্দুল আওয়াল, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এফ.কে.এম লুৎফর রহমান ফিরোজ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে সমিতি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক ও ট্রাক মালিক সমিতি, জেলা চাউল কল মালিক সমিতির পক্ষ থেকেও সংগঠনের প্রতিনিধিগণ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আইন শৃঙ্খল নিয়ন্ত্রণে রেখে সবাইকে দেশের উন্নয়নে এবং আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে কাজ করার আহবান জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lBxBDE

February 13, 2017 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top