রোনালদোর মনে নাকি বিয়ের ফুল ফুটতে শুরু করেছে! ইঙ্গিত মিলছে মাঝে মধ্যেই। গত বছর ডিসেম্বর থেকে নতুন বান্ধবী রদ্রিগেজকে নিয়ে এদিকসেদিক ঘুরতে দেখা যাচ্ছে। গিয়েছিলেন বান্ধবীর ২২তম জন্মদিন সেলিব্রেট করতেও। সেসময় মাদ্রিদের একটি রেস্তোঁরায় দুজনে নৈশভোজ সারেন। রেস্তোঁরায় ঢোকা আর বেরোনোর আগে রদ্রিগেজকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। বেনামী সূত্রের বরাতে গণমাধ্যমের খবর ২০১৮তেই বিয়ে সেরে ফেলতে চাইছেন দুজনেই। রোনালদোর জীবনে বান্ধবীদের আনাগোনা নতুন নয়। ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একের পর এক বান্ধবী বদলেছেন তিনি। কিন্তু কেউই বেশিদিন সঙ্গে থাকেনি। তবে রদ্রিগেজের ব্যাপারটা যে অন্যদের চেয়ে আলাদা, তা গত মাস দুইয়েকেই বোঝা যাচ্ছে। যে রোনালদো বিয়ের কথা ভুলেও ভাবেননি, তিনিই এখন নাকি ভাবনাচিন্তা করছেন। আর রদ্রিগেজও চাইছেন বান্ধবী থেকে স্ত্রীর পরিচয় পেতে। জুনিয়র রোনালোর সঙ্গেও রদ্রিগেজের সম্পর্কটা ভাল। এই দিকটাও সি আর সেভেনকে ভাবতে বাধ্য করাচ্ছে। ফলে সূত্রের দাবি যদি সত্যিই হয়, তা হলে আগামী বছরই বাজবে বিয়ের সানাই। আর/১০:১৪/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kEbbAs
February 05, 2017 at 04:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top