বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুয়েল-হুমায়ুন ফুটবল দল

04.01.17-5

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথ সদর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা শনিবার বিকেলে উপজেলার কারিকোনা গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়। সেমি-ফাইনাল খেলায় সূর্যকিরণ সি ফুটবল দল রাজনগরকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উর্ত্তীন হয়েছে জুয়েল-হুমায়ুম ফুটবল দল পশ্চিম চান্দসির কাপন।

সেমি-ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আবদুল শামিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক আবদুর রব, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলী, মনির উদ্দিন গিয়াস, মামুন আহমদ, সমাজসেবক রফিক মিয়া, সুরুজ আলী, রইছ আলী, সুন্দর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিন, বর্তমান সভাপতি জুবেল আহমদ, তরুণ সংগঠক ইমরান আহমদ সুমন, বিশ্বনাথ ইউপি ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক জামাল আহমদ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার দিলসাদ আহমদ ও মোহাম্মদ আলী লিটন। লেখা পরিচালনা করেন রওশন আহমদ, কাওছার আহমদ খছরু ও ময়নুল ইসলাম। সেমি-ফাইনাল খেলায় যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আবদুস সালাম ও বুরহান আহমদ। এসময় খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিদের ক্রেষ্ট প্রদান করেন বিশ্বনাথ ইউপি ফুটবল এসোসিয়েশনের নেতৃবন্দ। আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ক্রীড়াপ্রেমী সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kE5jXU

February 04, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top