টরন্টো, ১৫ ফেব্রুয়ারি- কানাডার টরন্টোয় মঞ্চায়িত হবে সিরাজউদ্দৌলা যাত্রা। সদ্য আত্মপ্রকাশ করা টরন্টো থিয়েটার প্লাস নামে নতুন একটি সংগঠন আগামী ১৮ ও ১৯ মার্চ এ যাত্রা মঞ্চায়ন করবে। টরন্টো থিয়েটার প্লাস সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আর তাদের প্রথম প্রযোজনা সিরাজউদ্দৌলা যাত্রার টিকিট বিক্রয় উদ্বোধন উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি শনিবার টরন্টোর গ্র্যান্ড প্যালেস ব্যাংকুয়েট হলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চা-চক্রের। এতে থিয়েটার প্লাসের কর্মকর্তা, সিরাজউদ্দৌলা যাত্রার অভিনয়শিল্পী, কলাকুশলী, কমিউনিটির নেতা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব ও শিল্পীরাসহ সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন থিয়েটার প্লাসের সভাপতি রিয়েলটর মানিক চন্দ। তিনি সংগঠনটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও প্রথম প্রযোজনা হিসেবে বিখ্যাত যাত্রা সিরাজউদ্দৌলাকে নির্বাচনের পেছনের গল্পটি তুলে ধরেন। তিনি বলেন, দুজন সংস্কৃতিমনা স্বপ্নবাজ মানুষের দুঃসাহস আর টরন্টোর বাঙালিদের নতুন ও ভালো কিছুকে সাদরে বরণ করে নেওয়ার ঐতিহ্যের ফসল টরন্টো থিয়েটার প্লাস। টরন্টোর বাঙালি ঐতিহ্যবাহী ঘরোয়া রেস্টুরেন্টের পার্কিং লটের পরিচিত চায়ের আড্ডায় কমিউনিটিতে অনেকটাই নবাগত এই দুজন মানুষের চিন্তার যে সম্মিলন হয়, তা থেকে একটি স্বপ্নের উদ্ভব ঘটে। স্বপ্নটি হচ্ছে বাংলাদেশের বাইরে বাংলা সংস্কৃতির সর্ববৃহৎ কেন্দ্র এই টরন্টো শহরে বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যাত্রাকে তার পূর্ণ গরিমায় উপস্থাপন করা। সেই সঙ্গে সংস্কৃতিচর্চার অন্যান্য শাখায়ও পর্যায়ক্রমে নিজেদের নিয়োজিত করা। সংগঠনটির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ রিজুয়ান রহমান সিরাজউদ্দৌলা যাত্রা আয়োজনের বিভিন্ন খুঁটিনাটি দিক তুলে ধরেন এবং আগত অতিথিদের কিছু প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ১৮ ও ১৯ মার্চ দুই দিন দুটি মঞ্চায়নেই মঞ্চ ও আলোকসজ্জা থেকে শুরু করে বাদ্যযন্ত্রের আয়োজনে দর্শকেরা যাত্রার চিরাচরিত রূপটিই উপভোগ করতে পারবেন। বাংলাদেশের যাত্রার মঞ্চের আদলেই মঞ্চ নির্মাণ ও বাদ্য বাজানো হবে। বাদ্যের জন্য টরন্টোর খ্যাতনামা বাদ্যযন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয় যাত্রার অভিনয়শিল্পীরা গত প্রায় চার মাস ধরে নিয়মিত মহড়া করে যাচ্ছেন। আর তাঁদের পোশাক, গয়না ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী বাংলাদেশ থেকে তৈরি হয়ে ইতিমধ্যে টরন্টো এসে পৌঁছেছে। কমিউনিটির সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে সানন্দে যাত্রাটি উপভোগ করতে পারেন তাই সাধারণ প্রবেশমূল্য ১০ ডলার এবং মঞ্চের কাছাকাছি ও সামনের কয়েক সারির জন্য প্রবেশমূল্য ৩০ ডলার রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে ২৯৭৬ ডেনফোর্থ অ্যাভিনিউয়ের এটিএন মেগা স্টোর ও মিসিসাগার শেরিডান সেন্টারের রাশ স্ট্রিট ফর মেন-এ (২২২৫ এরিন মিলস পার্কওয়ে, ইউনিট ৭২। ফোন: ৯০৫-৮২২-৮০৮৭। শিগগিরই আরও কিছু জায়গাও টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে। এ ছাড়া মানিক চন্দের ৬৪৭-৩৪৭-৫২১২ অথবা রিজুয়ান রহমানের ৪১৬-৯৪৮-৬২৯৫ নম্বরে কল করেও টিকিট সংগ্রহ করা যাবে। ফেসবুক পেজ Toronto Theatre Plus-এ গিয়েও টিকিট সম্পর্কিত সর্বশেষ তথ্য জানা যাবে। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে টরন্টোর তরুণ কিছু শিল্পী তাদের আবৃতি, নৃত্য, সংগীত আর বাঁশির মূর্ছনায় উপস্থিত অতিথিদের চমৎকৃত করেন। নাচ পরিবেশন করেন সুকন্যা নৃত্যাঙ্গনের রচনা খন্দকার ও শ্রেয়া সাহা। রাইদা ফাইরুজ মিষ্টির আবৃতি, অদ্রি ভট্টাচার্যের বাঁশি আর সূচনা দাস বাঁধন ও টরন্টোর জনপ্রিয় তরুণ শিল্পী রিঙ্কোর গান অতিথিদের ভূয়সী প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় ছিলেন অজন্তা চৌধুরী। আর উপস্থাপনায় ছিলেন তরুণ উপস্থাপিকা সূচনা দাস বাঁধন। শব্দ নিয়ন্ত্রণ ও আলোকসজ্জায় ছিলেন রিঙ্কো। এফ/০৮:০৫/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kR00UP
February 15, 2017 at 02:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন