পিএসজি-র কাছে বিধ্বস্ত বার্সা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, প্যারিসঃ চ্যাম্পিয়ন্স লিগে চমক। শেষ তিনটি সাক্ষাতে হারিয়েছে যাদের সেই পিএসজি-র কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হল বার্সেলোনা।

মেসি-সুয়ারেজ-নেইমারে সমৃদ্ধ স্পেনের দলটিকে মঙ্গলবার রাতে প্যারিসে চেনাই যায়নি। শেষ ষোলোর এই ম্যাচে বিপক্ষ বক্সে প্রথম আক্রমণটি তুলে নিয়ে যেতেই তাদের লেগেছে প্রায় ২৪ মিনিট। সে তুলনায় শুরু থেকে গোলের জন্য তাগিদ দেখিয়েছে পিএসজি। বার্সাকে একটা জবাব দেওয়ার জন্য তারা ছিল মুখিয়ে। এটাই তাদের প্রথমার্ধে এগিয়ে দেয় ২-০ গোলে। ১৮ মিনিটে দুরন্ত ফ্রি-কিকে খাতা খোলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাঁর বাঁ পায়ের শট বাঁক নিয়ে গোলে চলে যায়। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান জুলিয়ান ড্র্যাক্সলার। প্রায় মাঝমাঠে মেসির কাছ থেকে হেলায় বল কাড়েন রাবিয়ট। তাঁর বাড়ানো বল ধরে বক্সের দিকে ধেয়ে যান ভেরাত্তি এবং বিনা বাধায়। তারপর ড্র্যাক্সলারকে পাস দিলে জার্মান তারকা গোল করতে কোনো ভুল করেননি। ৫৫ মিনিটে তৃতীয় গোল। কুরজাওয়া লম্বা লম্বা পা ফেলে বাঁ দিক ধরে এগিয়ে বক্সে ঢুকে যান। তিনি বল বাড়ালে ডি মারিয়া প্রথমে হারান বার্সা ডিফেন্ডার আলবাকে। তারপর দর্শনীয় বাঁকানো শটে বল রাখেন জালে। যেভাবে গোল খাচ্ছিল বার্সা, মেসি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তবে তাদের দুঃস্বপ্নের রাত পোহাতে তখনও আরো বাকি। ৭১ মিনিটে পিএসজি-র চতুর্থ গোলটি করেন এডিনসন কাভানি। বার্সার লজ্জা যেন পূর্ণতা পায়। এদিন সত্যিই তারা নিস্তেজ ছিল। তাদের মাঝমাঠ শোচনীয় ব্যর্থ হয়। রক্ষণ বলে কিছু ছিল না। আক্রমণভাগ হতাশ করেছে। পিএসজি তাদের সব পথ রুদ্ধ করে পিষে মেরেছে।

ওদিকে, লিসবনে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জিতেছে বেনফিকা। ৪৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন কনস্টান্টিনোস মিত্রগ্লু। এর ১০ মিনিট পর পেনাল্টি পেয়েছিল ডর্টমুন্ড। তবে পিয়ের-এমেরিক আবামায়েং বল তুলে দেন সোজা গোলরক্ষক এডারসনের হাতে। জার্মান দলটি এই গোলটি পেয়ে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।



from Uttarbanga Sambad http://ift.tt/2leKjYy

February 15, 2017 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top