প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক সনৎ চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কালচিনিঃ চলে গেলেন ডুয়ার্স তথা উত্তরবঙ্গের প্রবাদ প্রতিম কবি, সাহিত্যিক ও ভাষাবিদ সনৎ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বার্ধক্যজনিত কারণে মারা যান বাংলা তথা সাদরি ভাষার এই প্রবাদ প্রতিম সাহিত্যিক। বলিষ্ট লেখনীর জন্য ডুয়ার্স রত্ন পুরষ্কার এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমীর পুরষ্কার দেওয়া হয় সনৎ চট্টোপাধ্যায়কে। সাহিত্যিক প্রথম নাথ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘সনৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা ও সাদরি সাহিত্য জগতের অপূরনীয় ক্ষতি হল। তিনি বাংলা, সাদরি ও নেপালি ভাষায় সমান দক্ষ ছিলেন। সাদরি ভাষায় ৩টি বই লেখেন তিনি। তার মধ্যে অন্যতম ‘রাঙ্গালি বাজনা’ ও ‘ভালো করে একটা প্যন্ডেল করো’ সনৎবাবুর বলিষ্ঠ লেখনীর সাক্ষর বহন করে। তাঁর মৃত্যুতে বাংলার সাহিত্য জগতের বড় ক্ষতি হল।’

এদিন বিকেলে হ্যামিল্টনগঞ্জের বাসরা নদীর চরে কিংবদন্তি এই লেখকের শেষকৃত্য সম্পন্ন হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2ljxT1c

February 15, 2017 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top