টাকা নয়ছয়ের অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রাজগঞ্জঃ রাজগঞ্জের একটি রাষ্ট্রায়াত্ব ব্যাংকের মাইক্রো ব্রাঞ্চে গ্রাহকদের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, মগড়াডাঙ্গিতে অবস্থিত ব্যাংকের ওই ব্রাঞ্চে বহু গ্রাহকের জমা দেওয়া টাকা উধাও হয়ে যাচ্ছে। ব্রাঞ্চের দায়িত্বে থাকা ব্যাংক মিত্র শান্তনা সরকার সহ একটি চক্র কাজ করছে বলে অভিযোগ গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, টাকা জমা দেওয়া বা টাকা তোলার সময় কোনো স্লিপ দেওয়া হয়না। জমা দেওয়ার পর সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। বিগত কয়েক মাস ধরে আপটুডেট করা হচ্ছেনা পাশবই।

বুধবার শতাধিক গ্রাহক ফাটাপুকুরে ওই রাষ্ট্রায়াত্ব ব্যাংকের শাখায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এবং ম্যানেজার জ্যোতি কুমারের কাছে অভিযোগ জানান। তিনি লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়ায় গ্রাহকরা বিক্ষোভ তুলে নেন। তবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ ।



from Uttarbanga Sambad http://ift.tt/2kpJ2y5

February 15, 2017 at 08:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top