হিন্দি সিনেমা যেন গান ছাড়া অচল। এমনকি কোনো সিনেমায় গান না থাকলে সেটিকে অস্বাভাবিক মনে করা হয়।বেশির ভাগ সিনেমাতেই চার-পাঁচটি গান থাকে। তবে এমন কিছু সিনেমা আছে যেগুলোতে এত বেশি সংখ্যক গান আছে যে আপনি বুঝতেই পারবেন না সিনেমার জন্য গান নাকি গানের জন্য সিনেমা বানানো হয়েছে। এমনই একটি সিনেমা হলো জগ্গা জাসুস। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। আসুন দেখে নেওয়া যাক এমন আরো পাঁচটি সিনেমার নাম যেগুলোতে অতি বেশি সংখ্যক গান রয়েছে। দেব ডি অনুরাগ কাশ্যপের এই সিনেমাটি এর অতিরিক্ত সংখ্যক গানের জন্য মিউজিক্যালস ক্যাটাগরিতে পড়ে। চার্টবাস্টার গান ইমোশনাল অত্যাচার এই সিনেমারই গান। হাম আপকে হ্যায় কৌন বলিউডের স্মরণীয় সিনেমাগুলোর একটি এটি। এতে গান আছে ১৪টি। আর এর সবগুলো গানই শুনতে ভালো লাগবে আপনার। তাল সংগীতসংশ্লিষ্ট গল্প নিয়েই বানানো হয়েছে এটি। এর প্রধান চরিত্র ঐশ্বরিয়া রাই একজন গায়িকা। এর গানগুলো সব এআর রহমানের করা। সাওয়ারিয়া রণবীর কাপুরের অভিষেক সিনেমা এটি। তবে এটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। তবে এর গানগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। জাব সে তেরে ন্যায়না এবং ইঁউ শাবনামীর মতো গানগুলো সব হৃদয় ছুঁয়ে যায়। হাম দিল দে চুকে সনম সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাটিও গানে ভরপুর। ঢোলি তারো থেকে শুরু করে তাড়াপ তাড়াপ সহ এই সিনেমার গানগুলো জীবনের সব মুহূর্তকে ছুঁয়ে যায়। সূত্র : ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া এফ/২০:৫২/১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l8hGcZ
February 16, 2017 at 02:52AM
15 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top