হায়দরাবাদ, ০৯ ফেব্রুয়ারি- দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ। টেস্ট র্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর দল ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ম্যাচটি। দেশটির মাটিতে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-বাংলাদেশের স্বরণীয় টেস্টটি সরাসরি সম্প্রচার করবে দিপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩। এ টেস্টে দলে প্রথমে ডাক না পেলেও পরবর্তীতে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। মূলত প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েস পরিবর্তে সুযোগ পান সৈকত। আর রাজীব গান্ধীর পিচ স্পিন কেন্দ্রীক হওয়া বাংলাদেশ দলে থাকতে পারেন তিনজন বিশেষজ্ঞ স্পিনার । এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (সহ অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/শুভাশীষ রায়, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বী। এফ/০৮:২৮/০৯ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k4SQh0
February 09, 2017 at 02:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন