বিক্রেতা সংকটে হল্টেড দুই কোম্পানি

ccলেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত   বেঙ্গল উইন্ডসোর থার্মপ্লাস্টিক লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানি ২টি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুর পৌনে ১টার সময় এই দুই কোম্পানি হল্টেড হয়। এর মধ্যে ৯.৮০৪ শতাংশ দর বেড়ে হল্টেড হয় বেঙ্গল উইন্ডসোর থার্মপ্লাস্টিক লিমিটেড। এসময় কোম্পানিটির ৫ লাখ ১৬ হাজার ১৯৯টি শেয়ার হাতবদল হতে দেখা গেছে।

এদিকে, রাইট শেয়ারের রেকর্ড ডেটের পর থিউরিটিক্যাল অ্যাডজাসমেন্টের কারণে সাইফ পাওয়ারটেকের ৩২.৮৯৯ শতাংশ দর কমলেও বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। এসময় কোম্পানিটির ৫ লাখ ১০ হাজার ৮২৫টি শেয়ার হাতবদল হতে দেখা গেছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k4vTFz

February 09, 2017 at 12:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top