ব্রাহ্মণবাড়িয়া মহিলা আ.লীগের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তবে সভানেত্রী মিনারা আলম ও সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত দুজনই স্বপদে বহাল রয়েছেন।

রোববার বিকেলে নতুন কমিটির জন্য ২০ সদস্যের নাম ঘোষণা করা হলেও ৭১ সদস্য বিশিষ্ট হচ্ছে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি।

পূর্ব নির্ধারিত তারিখ অনুাযায়ী রোববার দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম।

এদিকে, ‘একতরফা’ সম্মেলনের অভিযোগ এনে সম্মেলনে যোগ দেননি সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত ও তার অনুসারী নেত্রীরা।

সম্মেলনের প্রতিবাদে এদিন দুপুরে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে তাসলিমা সুলতানা খানম নিশাতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সভা করে। এতে জেলার বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lLlq4F

February 27, 2017 at 09:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top