ব্রিটেনের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান ম্যাক্স হিল বলেছেন, ব্রিটেনের নিরাপরাধ মানুষের উপর হামলার পরিকল্পনা করছে আইএস।
দ্য সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতকারে ম্যাক্স হিল বলেন, তারা যেকোনো সময় আক্রমণ করতে পারে। আমাদেরকে এর তীব্রতা ও গুরুত্ব বুঝে এ চক্রান্তের সম্ভাব্য পরিকল্পনা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, এটি আমাদের জন্য একটি বড় ধরনের ঝুঁকি যা আমরা কেউই উপেক্ষা করতে পারি না। তাদের এ ধরনের হুমকি যেমনই হোক না কেন, মহানগর অঞ্চলে নিরপরাধ নাগরিকদের উপর নির্বিচারে আক্রমণ করার দৃশ্য কেউই মেনে নিতে পারবো না।
হিল বলেন, ১৯৭০ দশকে উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী আর্মি (আইআরএ) খুব সক্রিয় ছিল। তখন তারাও ব্রিটেনে এ ধরনের হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু ব্রিটেন সে পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছিল।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mkCRMm
February 27, 2017 at 09:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন