অমানবিকতার সাক্ষী রইল হাইটেক শহর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কর্ণাটকঃ আরও একবার মানুষের অমানবিকতার সাক্ষী রইল হাইটেক শহর ব্যাঙ্গালোর। সাইকেল আরোহী ১৮ বছরের কিশোর আনোয়ার আলিকে ধাক্কা মেরে বেরিয়ে গেল একটি সরকারি বাস। প্রায় ২৫ মিনিট ধরে রাস্তায় পড়ে সাহায্যের জন্য কাতরানো, সাহায্যপ্রার্থী আনোরের সাহায্যে এগিয়ে আসেনি কেউ। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানসিকতার অধঃপতন আজকের ঘটনা তারই প্রমাণ। মানুষ সেই কাতরানো কিশোরের ছবি তুলতে এবং ভিডিও করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ভুলে যায় তার চিকিত্সার প্রয়েোজন। ভুলে যায় অ্যাম্বুলেন্স ডাকতে। যতক্ষণে অ্যাম্বুলেন্স এসে আনোয়ারের চিকিত্সা শুরু করে ততক্ষণে মৃত্যুর কোলো ঢলে পড়ে সে। বাঁচানো যায়নি আনোয়ারকে। হয়তো একটু আগে অ্যাম্বুলেন্স ডাকা হলে বাঁচত আনোয়ার।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2k0nsMk

February 02, 2017 at 11:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top