মুম্বাই, ০২ ফেব্রুয়ারি- বলিউডের ছবিতে নগ্নতা থাকবে কি থাকবে না এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। যিনি কয়েক মাস আগেই পার্চড ছবিতে নগ্নতার জন্য গোটা বলিউডে আলোচিত হয়েছেন। এবার তিনিই এ নগ্নতা নিয়ে কথা বললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেওয়া যায় তখনই যখন চিত্রনাট্য দাবি করে। আসলে উদ্দেশ্যটা সঠিক হতে হবে। যদি এমন হয় যে, শুধুমাত্র বিনোদনের জন্য নারীরা নগ্ন হয়ে নাচছেন, সেটা মেনে নেওয়া যায় না। পুরোটাই নির্ভর করছে নগ্নতাকে কী ভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর। এই অভিনেত্রীর পার্চড নিয়ে প্রবল সমালোচনা সামলাতে হয়েছে। তাঁর মতে, পার্চড নিয়ে কী কী হয়েছে সবটা জানি আমি। আমাদের দেশে সিনেমা একটা বড় ইস্যু। মানুষের ইমোশন জড়িয়ে থাকে এতে। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে নগ্নতাকে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত। ভারতীয় দর্শক যথেষ্ট পরিণত বলেই মনে করেন এই অভিনেত্রী। আর/১০:১৪/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kwQLcF
February 03, 2017 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top