কলকাতা, ০৪ ফেব্রুয়ারি- তৃণমূলের অনেকেরই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে! অন্তত তিনজনের বিজেপি-যোগ সম্পর্কে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দলীয় বিধায়কদের বৈঠকে এ কথা জানালেও তাঁদের নাম বা পদের কথা জানাননি তিনি। বৈঠকে এক বিধায়কের ভাইয়ের নাম করেও তিনি সতর্ক করে দিয়েছেন। বাজেট অধিবেশনে দলের প্রস্তুতি বৈঠকে পরিষদীয় কাজকর্ম নিয়ে পরামর্শ দিতে এসে এদিন আচমকাই বিজেপির সঙ্গে যোগাযোগ নিয়ে সতর্ক করেন মমতা। দলীয় সূত্রে খবর, তিনি জানিয়ে দেন, দলের অনেকের সঙ্গেই ওদের (বিজেপি) যোগাযোগ রয়েছে। বিজেপি টাকাপয়সা দিয়ে এ সব করতে চাইছে। তারপরই জানান, তিন নেতা-জনপ্রতিনিধির বিরুদ্ধে এ সম্পর্কিত প্রমাণ আছে তাঁর কাছেই। বৈঠকে বীরভূমের এক বিধায়ক পরিষদীয় কাজকর্ম নিয়ে কিছু বলতে উঠলে তাঁকেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধেও ওদের সঙ্গে ফোনে যোগাযোগের অভিযোগ রয়েছে। বিধানসভায় বিতর্কে বিরোধীদের তত্পরতার উল্লেখ করে দলীয় বিধায়কদের নিস্পৃহতায় অসন্তোষ প্রকাশ করেন মমতা। তবে তাৎপর্যপূর্ণভাবে, সরকারের ক্ষতি হয়, এমন কোনও প্রশ্ন করতে দলের বিধায়কদের নিষেধ করেছেন তিনি। সরকার যে সব ভাল কাজ করেছে, সে বিষয়েই প্রশ্ন এবং আলোচনা করার পরামর্শ দিয়েছেন দলনেত্রী। অধিবেশনে অনাস্থা প্রস্তাব বা গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে বিরোধীরা যাতে বেকায়দায় ফেলতে না পারে, তা নিশ্চিত করতে হাজিরার উপরে জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে সংবাদমাধ্যমে প্রচারের লোভ এড়ানোর পরামর্শও দিয়েছেন দলের মন্ত্রী, বিধায়কদের। ২১১ জন বিধায়ক নিয়েও বক্তা-সমস্যা (৩ জানুয়ারি যে খবর জানিয়েছিল এবেলাই) সামলাতে এদিনের বৈঠকে বক্তাতালিকাও ঠিক করে দিয়েছেন তৃণমূলনেত্রী। জ্যোতির্ময় কর, শীলভদ্র দত্ত, মহুয়া মৈত্র, সমীর চক্রবর্তী, কল্লোল খাঁয়ের সঙ্গে আরও জনাতিরিশ বিধায়কের নাম করে মুখেমুখে তালিকা তৈরি করে দেন তিনি। এফ/১৭:২০/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jO6CPN
February 04, 2017 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top