বাঙালী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আস্থা, খেলা, নানা রঙের দিনগুলি টিভি সিরিয়াল করে পেয়েছেন পরিচিতি। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যম বড় পর্দায় আগমন। পরে মহানায়ক, এবার জলসা রান্নাঘরে টিভি শোতেও দেখা গেছে তাকে। ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ইচ্ছার কথা। টেলিভিশনে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রী জানিয়েছেন, শর্ত সাপেক্ষে শয্যাদৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি নেই তার। তবে শর্ত একটাই, শয্যাদৃশ্য বা খোলা পিঠ, যাই হোক না কেন ছবিতে যেন সেটা কোনো ভাবেই অশ্লীল বা কুরুচিকর না দেখতে লাগে। পাঠকদের জন্য উঠতি এ অভিনেত্রীকে নিয়ে আজকে থাকছে ফটো ফিচার। ছবি-১ ছবি-২ ছবি-৩ ছবি-৪ ছবি-৫ ছবি-৬ ছবি-৭ ছবি-৮ এফ/১৭:৩০/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jO0gQx
February 04, 2017 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top