উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় পুলিশের হাতে মার খেতে হল চাকরিপ্রার্থীদের। অভিযোগ, শুধু মারধরই নয়, অবরোধ তুলতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছেন পুলিশকর্তারা।
সোমবার ২০০৯-১০ সালের প্রায় ৫০০ চাকরিপ্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের দাবিতে মালদার রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। আন্দোলনকারীরা জানায়, তাঁরা ২০০৯-১০ এবং ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও নানা অজুহাতে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। তার মধ্যেই ২০১৫ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু বিগত উত্তীর্ণদের কেন নিয়োগ করা হবে না! তাই নিয়োগের দাবিতেই এই অবরোধ করা হয়। এদিন অন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে কমপক্ষে ১২ জন আন্দোলনকারী আহত হয়েছে। এছাড়াও ৬ জন আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
জিএসপি দিলীপ হাজরা জানান, পুলিশ কোথাও লাঠিচার্জ করেনি। আইন মেনেই অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kekBiU
February 06, 2017 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন