মুম্বাই, ০৬ ফেব্রুয়ারি- দুদিন আগে ১২ বছর কমপ্লিট করেছে ব্ল্যাক। সেজন্য একটি বিশেষ ব্লগ লিখেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, আমি সঞ্জয়ের সঙ্গে কাজ করতে চাইতাম। ওর বাকি কাজ আমি দেখেছি। সেসব দেখেই ওর সঙ্গে কাজ করা ইচ্ছা হয়েছিল। তাই যখন সুযোগ পেলাম, অভিভূত হয়ে গিয়েছিলাম। কোন পারিশ্রমিক নেইনি। আমি শুধু কাজের অংশ হতে চেয়েছিলাম। ব্ল্যাক ছবিটি হেলেন কেলারের জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল। হেলেন কেলারের ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। সেখানে তার নাম হয়েছিল মিশেল। তাঁর শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ। তাঁর নাম ছিল দেবরাজ সহায়। চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভ প্রশংসাও পেয়েছিলেন। দিলীপ কুমার তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলন। এই চরিত্রর জন্য দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। আর/১০:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lbSt4c
February 07, 2017 at 04:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top