বিশ্বনাথে চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে তৈরি শহীদ মিনার

21.02

বিশ্বনাথ (সিলেট )প্রতিনিধি :: শহীদ মিনার নেই বলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাজ্ঞাপন তো বন্ধ থাকতে পারে না। তাই ১০ টাকা করে চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে নির্মিত হল অস্থায়ী শহীদ মিনার। সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাঁশ-কাগজ দিয়ে তৈরি করে এই শহীদ মিনার। ওদের গড়া শহীদ মিনারটি আর দশটি শহীদ মিনারের মতো,ইট,কাঠ, লোহার রড কিংবা দামি কোনো জিনিস দিয়ে তৈরি হয়নি।

নিজেদের গড়া শহীদ মিনারে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে শিক্ষার্থীরা। তারা শহীদ মিনারে সামনে দল বেঁধে দাঁড়িয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গায়’। পরে তারা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাান,জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রথম বারের মতো বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ জানান, এখন বিদ্যালয়ের ভবন নির্মাণ হয়নি। শহীদ মিনার না থাকায় চাঁদা তুলে শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। আর ওই শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ইরন মিয়া বলেন, শিক্ষার্থীরা চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা সেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lqc7a9

February 21, 2017 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top