মুম্বাই, ২১ ফেব্রুয়ারি- কলকাতা নাইটরাইডার্সের হয়ে এবার খেলতে দেখা যাবে অখ্যাত এক ক্রিকেটারকে। শাহরুখ খানের দল তাকে নেওয়ার পর সবার চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। অজ্ঞাতকুলশীল এই ক্রিকেটারকে কেন নিতে গেলেন কেকেআর ম্যানেজমেন্ট? আর অখ্যাত, অনামী এই ক্রিকেটারটিই বা কে? তিনি রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ৩০ লাখ টাকার বিনিময়ে তাকে নিয়েছে কলকাতা নাইটরাইডার্স। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তার নাম কেউ জানতেন না। ১৫ ফেব্রুয়ারির জ্যামাইকা বনাম ত্রিনিদাদ-টোব্যাগো ম্যাচের (ঘরোয়া টি-টোয়েন্টি লিগ) পরই কেকেআর এর রাডারে ঢুকে পড়েন পাওয়েল। সেই ম্যাচে জ্যামাইকার হয়ে পাওয়েল ৪৫ বলে দুরন্ত ৯৫ রান করেন। ৬টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। সেই ইনিংসই পাওয়েলকে এনে দেয় পাদপ্রদীপের আলোয়। নড়েচড়ে বসেন কেকেআর কর্তারা। নিলামে সময় নষ্ট না করে পাওয়েলকে দলে নিয়ে নেওয়া হয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জন্ম দিয়েছে একের পর এক পাওয়ার হিটারের। ক্রিস গেইলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান যেকোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। ডোয়েন ব্র্যাভো, কাইরন পোলার্ড, ডোয়েন স্মিথ, আন্দ্রে রাসেলদের উগ্র মূর্তি দেখেছে ক্রিকেটবিশ্ব। এবার আইপিএলের সৌজন্যে ক্রিকেটপাগলরা দেখতে চলেছেন রভম্যান পাওয়েলকে। তার ব্যাট ঝড় তুলবে কি না, তার জবাব দেবে সময়। সূত্র : এবেলা এফ/১৬:৩০/২১ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kTS3ei
February 21, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top