দাউদকান্দি প্রতিনিধি ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সৃষ্টি হওয়া এ যানজট শুক্রবার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে অব্যবহ থাকে। যানজটে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
এদিকে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দাউদকান্দি যানজটের কবলে পড়েন পুলিশের আইজিপি এ. কে. এম শহীদুল হক। পুলিশ মহাপরিদর্শক শুক্রবার সকাল ৮টার দিকে গৌরীপুর বাসষ্ট্যান্ড এলাকায় যানজটে আটকা পড়েন। কিছু দূর যাওয়ার পর পুনরায় পূর্ব পেন্নাই পলহদ্দী পাড়ে যানজটের কবলে পড়তে হয় তাকে।
আইন-শৃঙ্খলা বাহিনী আ-প্রাণ চেষ্ঠা করে যানজট পেরিয়ে তাকে নিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দাউদকান্দি সেতুর উপর ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীতগামী প্রাইভেটকারে মুখোমুখি সংর্ঘষ হয়। এর ফলে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
হাইওয়ে পুলিশ দুই ঘন্টা চেষ্ঠা চালিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে। রাতে সৃষ্টি হওয়া এ যানজট শুক্রবার পর্যন্ত স্থায়ী হয়। রাত থেকে পুলিশ আ-প্রাণ চেষ্ঠা চালিয়েও যানজট পরিস্তিহি স্বাভাবিক করতে পারেনি।
চালকদের বেপরোয়া, দ্রুতগতি, ওভারটেকিং, রং সাইডে যানবাহন চলাচলের কারনে সৃষ্টি হয় এ যানজট। শুক্রবার সকালে এ সমস্ত যানবাহনের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ। এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত মহাসড়কে যানজট অব্যবহত রয়েছে।
The post দাউদকান্দিতে যানজটে আইজিপি appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2lvswbX
February 10, 2017 at 02:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন