উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হায়দরাবাদঃ বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্টে নেমেও সেঞ্চুরি নয়, একবারে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন অধিনায়ক কোহলি। এই নিয়ে গত ছ মাসে চারটি ডবল সেঞ্চুরি করে বিরল নজির গড়লেন বিরাট। সঠিক হিসাবে মাত্র ৬ মাস ১৯ দিনেই ছুঁয়ে নিলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। ব্র্যাডম্যান এবং কোহলি দুজনেই ওই একই সময় নিয়েছিলেন এই রেকর্ড গড়তে। ২০৪ রান করে এলবিডব্লিউ হলেন তৈজুলের হাতে। ৫৩টি টেস্টে ৯১ ইনিংসে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ১৬। ডবল সেঞ্চুরি ৪টি। হাফ সেঞ্চুরি ১৪টি।
ইংল্যান্ডের পর এবার হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে মাচের ব্যাটন পুরোপুরি ভারতের হাতে। প্রথম দিনের শুরুতে অতটা ভালো না করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে রানের সংখ্যাও। দ্বিতীয় দিনেও ম্যাচে আধিপত্য বজায় রাখল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথমে মুরলি বিজয় পরে অজিঙ্কে রাহানের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ক্রিকেট দলকে বড় রানের গণ্ডি পার করিয়ে দেন ক্যাপ্টেন কোহলি।
from Uttarbanga Sambad http://ift.tt/2lv9hzn
February 10, 2017 at 02:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন