লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

hরাজধানীর লালবাগ চৌরাস্তায় একটি চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কর্মচারি ও ছয় পথচারীসহ আটজন দগ্ধ হয়েছেন।

তারা হচ্ছেন- সবুজ (২০), মারুফ (২০), সাব্বির (২০), মকবুল (৩৫), সুনামুন্দিন (৫০), হযরত আলী (৫০), ফারহানা আক্তার পান্না (২৩) ও অজ্ঞাত (৩০) এক ব্যক্তি।

আহতদের মধ্যে সবুজ ও মারুফ ওই চাইনিজ রেস্তোরাঁর কর্মচারি এবং ফারহানা আক্তার পান্না ধানমন্ডি মডেল কলেজের বিবিএর ছাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ শনিবার বিকেল ৫টার দিকে লালবাগের চৌরাস্তায় একটি চাইনিজ রেস্তোরাঁয় আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা আহত হয়। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lGzNH9

February 25, 2017 at 07:21PM
25 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top