পুড়ছে সীতাকুণ্ড ইকোপার্ক

hদু’দিন ধরে আগুনে পুড়ছে সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের সবুজ বনায়ন। কিন্তু আগুন পার্কের চতুর্দিকে ছড়িয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে উপজেলার ফকিরহাটস্থ বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কের বেশ কয়েকটি এলাকায় আগুনের কুন্ডলি দেখা যায়। এই কুন্ডলি বিশালকায় লেলিহান শিখায় পরিণত হয়ে একে একে পার্কের বিভিন্ন সবুজ বনায়ন গ্রাস করেই চলেছে। আগুন ও কালো ধোঁয়ায় চন্দ্রনাথ ধামসহ ইকোপার্কের পুরো এলাকায় অন্ধকারে পরিণত হয়েছে। এতে করে আগত দর্শনার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আতংকে তড়িঘড়ি করে যে যার মতো নিচে নেমে আসছে।

অন্যদিকে আজ শনিবার বিকাল ৫টা পর্যন্ত আগুন সবুজ বনায়ন ধ্বংস করলেও কাউকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়নি।

সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে কর্মরত রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদার প্রথমে বিষয়টি তার এলাকায় সংঘটিত হয়নি বললেও পরে স্বীকার করে বলেন, কে বা কারা পার্কের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। তবে কর্মচারীরা আজ শনিবার সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণ করেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্রী কৃষ্ণ তলাপাত্র জানান, পার্কে আগুন লাগার বিষয়টি এখনো পর্যন্ত কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করেনি। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনে যোগাযোগ করলে রেঞ্জ কর্মকর্তার বিষয়টি এড়িয়ে যান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lQal4f

February 25, 2017 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top