উত্তরবঙ্গ সংবাদ, উলুবেড়িয়াঃ হাওড়ার উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মীর অস্বাভাবিক মৃত্যু। ব্যাংকে রয়েছে বাইক এবং সেখান থেকে দুই কিলোমিটার দূরে উলুবেড়িয়া ও ফুলেশ্বর স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয়েছে রজত চৌধুরি নামে ওই ব্যাঙ্ক কর্মীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা।
ফেসবুকে লেখা শেষ পোস্টে অভিযোগ, নোট বাতিলের পর ওই ব্যাঙ্কের দুই সহকর্মী সোমনাথ ঘোষ ও অমিত নায়েক তাঁকে জোর করে সাদা কাগজে সই করিয়ে নেন। লেখা ছিল, ব্যাঙ্কে যত অচল নোট জমা পড়েছে, সব তাঁর মাধ্যমেই বদলানো হয়েছে। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে ওই ব্যাঙ্ক কর্মীর ফেসবুকের শেষ পোষ্টে উল্লেখ করে গিয়েছেন।
পরিবারের তরফে রজতবাবুর আত্মহত্যার কথা স্পষ্ট অস্বীকার করা হয়েছে। দাবি, তিনি খুন হয়েছেন। এই ঘটনায় রেল পুলিশ অকটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ফেসবুকের সেই পোস্টটি রজতবাবুর নিজের কিনা এবং সম্পূর্ণ ঘটনার রহস্যভেদে নেমেছেন পুলিশ।
from Uttarbanga Sambad http://ift.tt/2kGXnof
February 12, 2017 at 06:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন