উজবেকিস্তানের একটি চলচ্চিত্রের বিজ্ঞাপনে মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যানের ছবি ব্যবহার করায় সেটির মুক্তি আটকে দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপনে ব্যবহার করা হলেও মূল চলচ্চিত্রে নেই জনপ্রিয় এই অভিনেতার উপস্থিতি।
দায়দি (দুর্বৃত্ত) নামের ঐ চলচ্চিত্রটি আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা ছিল। কিন্তু উজবেকিস্তানের চলচ্চিত্র লাইসেন্সিং কর্তৃপক্ষ সেটির মুক্তি আটকে দেয়।
তারা বলছে, পোস্টার এবং ট্রেইলারে মর্গান ফ্রিম্যানকে বারবার দেখানো হলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কোথাও মি. ফ্রিম্যানের উপস্থিতি নেই।
প্রযোজনা সংস্থা, তিমুর ফিল্মের বিরুদ্ধে তারা অভিযোগ করছে যে তারা ভোক্তাদের অধিকার হরণ করেছে। কারণ তারা বড় চলচ্চিত্র তারকাদের লোভ দেখিয়ে তারা টিকেটের চাহিদা বাড়ানোর চেষ্টা করেছে।
সরকারপন্থী পদ্রবনো সংবাদ সংস্থা বলছে, ২০১৫ সালে মর্গান ফ্রিম্যানের অভিনীত একটি চলচ্চিত্র থেকে কোন অনুমতি না নিয়েই অভিনেতার কিছু ছবি পোস্টার এবং ট্রেইলারে ব্যবহার করা হয়েছে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2km5PL4
February 14, 2017 at 04:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন