১২ই ফেব্রুয়ারি সকালে নতুন ধরণের একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আগের মতোই দেশটি এই পরীক্ষা চালিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। দেশটি বলছে, এর আগে সাবমেরিন থেকে যে ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল, এটিও সেরকম একটি ক্ষেপণাস্ত্র।
কিন্তু দেশটির এবারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন এতটা গুরুত্বপূর্ণ?
আগের সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার একটি বড় পার্থক্য এটাই যে, এই ক্ষেপণাস্ত্রটি কয়লা, চারকোল, পিটের মতো কঠিন জ্বালানিতে চলে। এর আগের ক্ষেপণাস্ত্রগুলো ছিল তরল জ্বালানী নির্ভর।
এ ধরণের প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সহজেই এবং খুব কম সময়ে উৎক্ষেপণ করা যায় এবং শত্রুপক্ষের জন্য এটি সনাক্ত করাটাও কঠিন হয়ে পড়ে। ফলে এ ধরণের ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে পারা উত্তর কোরিয়ার বড় ধরণের অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kmch4Q
February 14, 2017 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন